ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশার আলো—রাশিয়া আনল টিকা।”
ক্যানসারের চিকিৎসায় এন্টারোমিক্স (Enteromix) নামের নতুন টিকা তৈরি করেছেন, রাশিয়ার গবেষকরা। মেডিকেল ট্রায়ালে টিকাটি শতভাগ সাফল্য পেয়েছেন, বলেও জানানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলেই চলতি মাসেই বাজারে আসবে এন্টারোমিক্স। রুশ বার্তা সংস্থা টাস (TASS) এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
টাস (TASS) বলছে, এটিই প্রথম ক্যানসারের কোনো টিকা, যা তৈরি করা হয়েছে এম আর এনএ প্রযুক্তি ব্যবহার করে।
ক্যানসার এমন একটি শব্দ, যা শোনার পর মুহূর্তেই বদলে যায় জীবনের আনন্দ, চালচিত্র। দীর্ঘদিন ধরে অনিরাময় যোগ্য রোগ হিসেবে ধরা হয় এই ক্যানসার নামক ঘাতক কে। তবে উন্নত চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে এই রোগের ভীতি অনেকটাই কমেছে মানুষের মন থেকে। এখন ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু নয়, বরং এটি হয়ে উঠছে নিয়ন্ত্রণযোগ্য।
তেমনই ক্যানসার চিকিৎসায় নতুন এক যুগের সূচনা দেখিয়েছেন রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার( National Medical Research Radiological Centre) এবং (Engelhardt Institute of Molecular Biology) (EIMB),
এবং ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই রোগের নতুন টিকা।
✦ ক্লিনিক্যাল ট্রায়াল?
রাশিয়ার গবেষকরা ইতিমধ্যেই “এন্টারোমিক্স” (Enteromix)ক্যানসার টিকার প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছেন। এ জন্য ৪৮ জন স্বেচ্ছাসেবককে (volunteers) নিয়োগ দেওয়া ও হয়। গবেষকদের দাবি অনুযায়ী, এদের সবার শরীরে ইতিবাচক সাড়া (positive response) পাওয়া গেছে, এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।
➤ টিকাটি শতভাগ সাফল্য দেখিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
🔹 এই ধাপ মূলত, টিকার নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের জন্য করা হয়।
🔹 ছোট পরিসরে হলেও এই সাফল্যকে ক্যানসার চিকিৎসায় একটি আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
🔹 পরবর্তী ধাপে আরও বড় পরিসরে শত শত মানুষের ওপর পরীক্ষা চালানো হবে, যাতে দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
✦ এমআরএনএ প্রযুক্তিতে তৈরি প্রথম ক্যানসার টিকা
“এন্টারোমিক্স” হবে বিশ্বের প্রথম ক্যানসার টিকা, যা এমআরএনএ (mRNA)প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। এমআরএনএ এমন এক ধরনের জেনেটিক উপাদান, যা শরীরকে নির্দেশ দেয় কীভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা সক্রিয় হয়ে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করবে। ফলে শরীর নিজেই ক্যানসার কোষ চিহ্নিত করে ধ্বংস করতে সক্ষম হয়।
✦কোভিড টিকার পথ ধরে ক্যানসার মোকাবিলায় (এন্টারোমিক্স)
এর আগে একই প্রযুক্তি ব্যবহার করে কোভিড-১৯ টিকা তৈরি হয়েছিল, যা বিশ্বব্যাপী কার্যকর প্রমাণিত হয়েছে। গবেষকদের বিশ্বাস, এন্টারোমিক্সও ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত সৃষ্টি করবে।
গবেষণা অনুযায়ী টিকাটি ক্যানসারের প্রাথমিক পর্যায় এবং মধ্যম পর্যায়ের জন্য বেশি কার্যকর হবে। এ ছাড়া এটি শুধু ক্যানসার কোষ ধ্বংসই নয়, বড় আকারের টিউমারও উল্লেখযোগ্যভাবে ছোট করে দেয়।
টিকা গ্রহণকারীদের শরীরেও কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি, বলে জানানো হয়েছে। এখন শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।।


Post a Comment